ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্য রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গ্রেপ্তার হওয়া জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্যের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাইফুল আলম স্বাধীন ও মো. বাবুল ছৈয়াল।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই স্বপন কান্তি দে আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজধানীর নীলক্ষেত থেকে তাদেরকে আটক করে র‌্যাব-১০। এ সময় জাল সার্টিফিকেট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ব্যবসা প্রশাসনের (বিবিএ) জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত দুটি সিপিইউসহ মনিটর, একটি কালার প্রিন্টার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে তারা এসএসসি, এইচএসসি ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে আসছে। এছাড়া, বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদ, জাল জাতীয় পরিচয়পত্র, জাল প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্র তৈরি করেছে তারা।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৯/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়