ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা রিপন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা রিপন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা চার মামলায় বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান আসাদুজ্জামান রিপন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসাদুজ্জামান রিপনের পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী জিল্লুর রহমান।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে রমনা থানার বিভিন্ন এলাকায় নাশকতার অভিযোগে মামলা চারটি দায়ের করা হয়।

এরপর এ চার মামলায় আসাদুজ্জামান রিপনকে হাইকোর্ট জামিন দেন। পরবর্তীতে তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তবে মূল নথি না থাকায় ওই সময় আদালত তার জামিন বর্ধিত করে মূল নথি প্রাপ্তি সাপেক্ষে জামিন শুনানির তারিখ ঠিক করেন। এদিন মূল নথি প্রাপ্তি সাপেক্ষে আসাদুজ্জামান রিপন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯ /মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়