ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘গাড়িতে গ্যাস সিলিন্ডারের বিকল্প ভাবা হচ্ছে’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গাড়িতে গ্যাস সিলিন্ডারের বিকল্প ভাবা হচ্ছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : যানবাহনে থাকা গ্যাস সিলিন্ডারকে বিপদজনক আখ্যা দিয়ে এর বিকল্প ভাবা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সব ধরনের গোডাউন সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার রাজধানীতে ঢাকা মেডি্ক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিপজ্জনক ঘটনা ঘটাচ্ছে। সিলিন্ডার ব্যবহার না করাই ভালো। গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার বিকল্প ভাবা হচ্ছে। এ ব্যাপারেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পুরান ঢাকার চকবাজার ট্র্যাজেডির দায় কেউ এড়িয়ে যেতে পারে না। নিমতলীর ঘটনার পর কেমিক্যাল গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ক্লোজ মনিটরিংয়ের অভাব ছিল। তাই আবার এখানে গোডাউন করা হয়েছে। ইতিমধ্যে এ সকল গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দুর্ঘটনার পর সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কাজ করছে করে চলেছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে বিএনপির রাজনীতি করা উচিত নয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত ৯ জনের পরিবারের সদস্যদেরকে দলের পক্ষ থেকে এক লাখ টাকা করে প্রদান করেন। স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিম আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে দশ হাজার টাকা দেন। এই টাকার চেক হাজী সেলিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৯/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়