ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মালয়েশিয়ায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৫ শতাধিক

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৫ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : নদীতে বিষাক্ত রাসায়নিক বর্জ্য ফেলায় মালয়েশিয়ায় শিশুসহ পাঁচ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। এর জের ধরে শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ধারণা করা হচ্ছে একটি লরি গত সপ্তাহে জহর প্রদেশের দক্ষিণে বর্জ্যগুলো ফেলেছিল। এর পরই বিস্তৃত এলাকায় বিষাক্ত ধোঁয়া ছেয়ে যায়। যাদের নিশ্বাসের সঙ্গে এই ধোঁয়া দেহে প্রবেশ করেছে তাদের বমি বমি ভাব কিংবা বমি হয়েছে।

মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছে, যাদের অধিকাংশই শিশু। এদের মধ্যে ১৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাসির গুদাং নামের ওই শিল্প শহরটিতে কী ধরণের বিষাক্ত গ্যাস নির্গত হয়েছে তা এখনো সুষ্পষ্ট নয়।

শিক্ষামন্ত্রী মাসজলি মালিক বুধবার প্রাথমিকভাবে ৪৩টি স্কুল বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছিলেন। পরে এই সংখ্যা দ্বিগুন করা হয়।

এক বিবৃতিতে তিনি বলেছেন,‘শিক্ষা মন্ত্রণালয় পাসির গুদাং এলাকায় দ্রুত ১১১টি স্কুলের সব কয়টি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

এর গত সপ্তাহে বিষাক্ত বর্জ্য ডাম্পিংয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজনের বিরুদ্ধে শিগগিরই চার্জ গঠন করা হবে। অভিযুক্ত হলে ওই ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়