ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিড়াল হত্যা : গ্রেপ্তার তরুণীর জামিন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিড়াল হত্যা : গ্রেপ্তার তরুণীর জামিন

নিজস্ব প্রতিবেদক: বিড়াল হত্যা করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার ইশরাত জাহান মেহেজাবীন নামের ওই তরুণীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মহানগর ধীমান চন্দ্র মন্ডল শুনানি শেষে জামিনের আদেশ দেন।

এর আগে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনের মামলায় ওই তরুণী স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তদন্ত কর্মকর্তা নয়ন দেবনাথ তাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। পরবর্তীতে ওই তরুণী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অসম্মতি জানান।

তার পক্ষে আইনজীবী সালাম তালুকদার জামিনের আবেদন করে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আশ্রাফ জামিনের বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

'কেয়ার ফর পস' নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হোসাইনের করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, ১৭ মার্চ রাতে একটি বিড়ালছানা হত্যা করেন ওই তরুণী। ১৯ মার্চ নিজের ফেসবুক আইডিতে হত্যার ভিডিও ও মৃত বিড়ালের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের বেশ কিছু ছবি আপলোড করেন।

এদিকে ওই তরুণী জানান, তিনি ন্যাশনাল আইডিয়াল কলেজের শিক্ষার্থী। ২০১৭ সালে এসএসসি পাস করেছেন, তবে অসুস্থতার কারণে পড়াশোনা আপাতত বন্ধ রয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৯/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়