ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেদারল্যান্ডসকে হারিয়ে জার্মানির প্রতিশোধ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ২৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেদারল্যান্ডসকে হারিয়ে জার্মানির প্রতিশোধ

ক্রীড়া ডেস্ক: গত অক্টোবরে উয়েফা নেশনস লিগে জার্মানিকে হারিয়েছিল নেদারল্যান্ডস। এবার উয়েফা ২০২০ এ বাছাইপর্বে ডাচদের বিপক্ষে নাটকীয় লড়াইয়ে জিতে প্রতিশোধ নিয়েছে জার্মানরা।

বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি জার্মানি। ১-১ গোলের সমতায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিয়েছিল সার্বিয়া। তবে এবার শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে ফিরেছে জোয়াকিম লোর দল। শেষ মুহূর্তের নাটকীয় গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ইউরোপের পাওয়ারহাউসরা।

আমস্টারডামে ইয়োহান ক্রুইফ অ্যারেনায় রোববার রাতে ‘সি’ গ্রুপে ডাচদের মুখোমুখি হয় জার্মানি। ম্যানচেস্টার সিটি তারকা লেরয় সানে ও সের্গে জিনাব্রির গোলে নেদারল্যান্ডস পিছিয়ে পড়ার পর সমতা টানেন মাটাইস ডি লিখট ও মেমফিস ডিপাই। শেষ দিকে নিকো শুলজ গোল পেলে জয় নিয়ে ফিরে জার্মানি।

শুরু থেকেই দারুণ খেলতে থাকা জার্মানি ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায়। টনি ক্রুস ও মিডফিল্ডার শুলজের কাছ থেকে পাওয়া বল নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে নেদারল্যান্ডসের জাল কাপান সানে। ৩৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। আন্টোনিও রডি রুডিগারের পাস থেকে কোনাকুনি উঁচু শটে জাল খুঁজে নেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জিনাব্রি।

ঘরের মাঠে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটে গোলের দেখা পায় নেদারল্যান্ডস। এসময় মেমফিস ডিপাইয়ের ক্রসে হেডে ব্যবধান কমান ডি লিখট। ৬৩তম মিনিটে নিজেদের ডি-বক্সে জার্মানির খেলোয়াড়রা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে নিচু শটে সমতা টানেন ডিপাই।

সমতায় থাকা ম্যাচে ৮৯ মিনিটে গোল করে এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি স্পটের কাছে মার্কো রয়েসের পাস পেয়ে অসাধারন শটে জয় নিশ্চিত করেন শুলজ।   

‘সি’ গ্রুপে  নর্দার্ন আয়ারল্যান্ড দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ খেলা জোয়াকিম লোর জার্মানি।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়