ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই চীনা নাগরিক রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই চীনা নাগরিক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-রুয়ান জিনফেং (৪১) ও এক্সইউ ইউয়াগা।

এর আগে আসামিদের আদালতে হাজির করে রাজধানীর বিমানবন্দর থানায় করা বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

রোববার সকাল ৯টা দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের রুয়ান জিনফেংকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে গ্রিন চ্যালেন অতিক্রমকালে স্বর্ণসহ আটক করা হয়। তার কাছে ৪৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৫৬৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২,৭৮,৪০,০০০ টাকা।

অন্যদিকে একইদিন একই বিমানে আসেন এক্সইউ ইউয়াগান। তার কাছে কাছেও ৪৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৫৯০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২,৭৯,৫০,০০০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৯/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়