ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মহানবীকে (সা.) কটূক্তি : জবির শিক্ষার্থী কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহানবীকে (সা.) কটূক্তি : জবির শিক্ষার্থী কারাগারে

নিজস্ব প্রতিবেদক : মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা আইসিটির মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন ফাহাদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রুবেল খান ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।  তবে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না।

এর আগে গত ১২ এপ্রিল আসামি ফাহাদকে দুই দিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার এক সিএমএম আদালত।

গত ৮ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. নূর-ই-আলমের করা ওই অভিযোগের মামলায় ১১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাখারীবাজার শনি দেবের মন্দিরের সামনে থেকে ফাহাদকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। পরদিন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৯/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়