ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পপি কেন বেদের দলে?

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পপি কেন বেদের দলে?

বিনোদন প্রতিবেদক : মাথায় পুটলা নিয়ে বেদে সম্প্রদায়ের লোকজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন চিত্রনায়িকা পপি। তাদের সঙ্গে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছেন, প্রয়োজনে নাচও করছেন তিনি। কিন্তু পপি কেন বেদের দলে যুক্ত হলেন? এমন প্রশ্নের উত্তর পপি নিজেই দিয়েছেন।

পপি জানান, চা উৎপাদনকারী প্রতিষ্ঠান উদয়ন টি-স্টেটে একের পর এক লোমহর্ষক খুনের ঘটনা ঘটে। এই খুনের রহস্য উদঘাটন করতেই বেদের ছদ্মবেশে অপরাধী খুঁজছেন তিনি। তবে এটি বাস্তবের কোনো ঘটনা নয়। এমন দৃশ্য দেখা যাবে নারী গোয়েন্দার গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘গার্ডেন গেম’-এ।

এতে চৌকষ নারী গোয়েন্দা বৃতা চরিত্রে দেখা যাবে পপিকে। সিরিজটির চিত্রনাট্য রচনা করেছেন কলকাতার অদিতি মজুমদার ও সরদার সানিয়াত হোসেন। পরিচালনা করছেন তৌহিদ মিতুল।

এ প্রসঙ্গে রাইজিংবিডিকে পপি বলেন, ‘‘গত ৬ দিন ধরে সিলেটে ‘গার্ডেন গেম’ ওয়েব সিরিজের শুটিং করছি। বাংলাদেশে এই প্রথম নারী গোয়েন্দার উপর কাজ হচ্ছে। কাজটি করতে গিয়ে বেদে সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশতে হয়েছে। তাদের সঙ্গে মিশে নতুন নতুন অনেক অভিজ্ঞতা হয়েছে। কাজটি খুব উপভোগ করছি। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’’

‘গার্ডেন গেম’ ওয়েব সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। এটি রিয়াজের প্রথম ওয়েব সিরিজ। এছাড়াও অভিনয় করছেন নিপুণ, মনির খান শিমুল, সিন্ডি রোলিং, অশোক বেপারীসহ অনেকে। এর সংগীতায়োজন করেছেন কলকাতার সাকী ব্যানার্জি। খুব শিগগির বায়োস্কোপ লাইভে মুক্তি পাবে গুড কোম্পানি প্রযোজিত এ ওয়েব সিরিজ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়