ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ৩০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

ক্রীড়া ডেস্ক : আগামীকাল মঙ্গলবার সকালে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ডাবলিনে ৫ মে থেকে শুরু হবে আয়ারল্যান্ড-বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। এদিন বাংলাদেশের ম্যাচ না থাকলেও আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তামিম-মুশফিকরা।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৭ মে। এদিন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ৯ মে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। ১৩ ও ১৫ মে আবার দল দুটির মুখোমুখি হবে মাশরাফিবাহিনী। বাংলাদেশ যদি ফাইনালে যেতে পারে তাহলে ১৭ মে আরো একটি ম্যাচ হবে।

চলুন দেখে নেওয়া যাক ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচের সময়সূচি :

তারিখ

মুখোমুখি

সময় (বাংলাদেশ)

৭ মে, ২০১৯

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

বিকেল ৩টা ৪৫ মিনিট

৯ মে, ২০১৯

বাংলাদেশ-আয়ারল্যান্ড

বিকেল ৩টা ৪৫ মিনিট

১৩ মে, ২০১৯

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ

বিকেল ৩টা ৪৫ মিনিট

১৫ মে, ২০১৯

আয়ারল্যান্ড-বাংলাদেশ

বিকেল ৩টা ৪৫ মিনিট

১৭ মে, ২০১৯

ফাইনাল*

বিকেল ৩টা ৪৫ মিনিট


ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপের আগে বাংলাদেশ আরো দুটি ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। ২৬ মে পাকিস্তানের বিপক্ষে ও ২৮ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়