ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাবিতে ৩০ দিনের ছুটি শুরু

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাবিতে ৩০ দিনের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট : ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী বুধবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা ৩০ দিনের ছুটি শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  গ্রীষ্মকালীন ছুটি, জুমাত-উল-বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ভোগ করবে শিক্ষার্থীরা।

এর মধ্যে বুধবার থেকে আগামী ১৩ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। ১৪ জুন শুক্রবার ও ১৫ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী ১৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস শুরু হবে।

শিক্ষার্থীদের জন্য এই ছুটি লম্বা হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিরা ছুটি পাচ্ছেন কম। ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ২২ মে হতে ১৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

দীর্ঘ ছুটি পেয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। হল ফাঁকা হয়ে যাচ্ছে। তবে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির কারণে অনেক শিক্ষার্থী আরো কয়েক দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকবে। 



রাইজিংবিডি/সিলেট/১৫ মে ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়