ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্বকাপের জন্য প্রস্তুত স্টেইন-রাবাদা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৫, ১৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের জন্য প্রস্তুত স্টেইন-রাবাদা

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই চোটকে সঙ্গী করে দক্ষিণ আফ্রিকায় ফিরেছিলেন তারা। এমন চোটে তাদের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে চোটের ভয় কাটিয়ে উঠেছেন ডেল স্টেইন ও কাগিসো রাবাদা।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩০ মে বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচেই খেলতে পারবেন রাবাদা ও স্টেইন। তাই স্বস্তির নিঃশ্বাস দক্ষিণ আফ্রিকা শিবিরে। এ মাসের শুরু থেকেই ইনজুরিতে জর্জরিত হয়ে পড়ে প্রোটিয়ারা। এরই মধ্যে হারিয়েছে বিশ্বকাপ দলে থাকা এক পেসার আনরেখ নর্টিকে। এমন অবস্থায় পেস অ্যাটাকের দুই ভরসার সুস্থ হয়ে ওঠা দক্ষিণ আফ্রিকার জন্য সুসংবাদ।

দলের দুই তারকা পেসারকে নিয়ে সুখবর দিয়ে কোচ ওটিস গিবসন জানান, ‘কেজি (রাবাদা) ও স্টেইনকে নিয়ে ভয় ছিল। কিন্তু এখন সেসব নেই। তারা দুজনই সুস্থ হয়ে উঠেছে। বিশ্বকাপে তারা খেলবে। আশা করি প্রথম ম্যাচেই খেলবে দুজন।’

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলের সবাইকে এতদিন পর একসঙ্গে পেয়েছেন গিবসন। দলের একেকজন এতদিন আইপিএল, কাউন্টি নিয়ে ব্যস্ত ছিলেন। অবশেষে পুরো দলকে পেয়ে খুশি প্রোটিয়া কোচ। দলের পরিবেশ সম্পর্কে জানাতে গিয়ে গিবসন বলেন, ‘দুর্দান্ত, এই দলটার একটা বিষয় আমার খুব ভালো লাগে। তা হলো, যখন ওরা একসঙ্গে হয় তখন ভুলে যায় যে এতদিন তারা বিচ্ছিন্ন ছিল।’

দল নিয়ে কোনো চিন্তা নেই গিবসনের। তবে ইংল্যান্ডের কন্ডিশনটাই একটু দুশ্চিন্তায় রাখছে তাকে। ইংল্যান্ডের বোলিং কোচ থাকায় দেশটির কন্ডিশন সম্পর্কে তার জানা আছে। তবুও বিশ্বকাপের সময় পরিবেশ কেমন থাকবে তা নিয়ে সন্দিহান গিবসন, ‘ওরা বলছে যে সামনের দুই মাস ইংল্যান্ডে একটু গরম পড়বে। তার মানে পিচ ব্যাটিং সহায়ক হবে আর অনেক রান হবে। এরই মধ্যে আমরা ইংল্যান্ডে দুটি রান উৎসবের ম্যাচ দেখেছি। এতে বোঝা যায় বিশ্বকাপটাও এমন হবে। তবে পরিবেশ কখন কেমন হয়ে যায় বলা যায় না। আসন্ন টুর্নামেন্টে আবহাওয়াটা বেশ ভূমিকা রাখবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়