ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইয়াবা আমিনের সোয়া ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়াবা আমিনের সোয়া ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের মো. আমিন ওরফে ‘ইয়াবা আমিনের’ বিরুদ্ধে ৬ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মাদক ব্যবসার মাধ্যমে এত সম্পদের মালিক হয়েছেন, এমন তথ্য বেরিয়ে আসে দুদকের অনুসন্ধানে।

বুধবার কমিশন থেকে ওই মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলায় অবৈধ সম্পদ অর্জন ছাড়াও মো. আমিনের বিরুদ্ধে ৩২ লাখ ৩০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হচ্ছে।

দুদক জানায়, মাদক ব্যবসার মাধ্যমে মো. আমিন ওরফে ইয়াবা আমিন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, ২০১৮ সালের শুরুতে দুদকে এমন একটি অভিযোগ আসে। অভিযোগ যাচাই-বাছাইয়ের পর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, মো. আমিন টেকনাফের লিস্টেড ‘ইয়াবা আমিন’ নামে খ্যাত। তিনি চট্টগ্রাম শহরের ও আর নিজাম রোডে ভাড়া বাসায় পরিবারের সদস্য নিয়ে বসবাস করেন।

এ ছাড়া বুধবার মো. আমিনের স্ত্রী নাঈমা বেগমকে তার সম্পদ বিবরণী কমিশনে দাখিল করতে নোটিশ দিয়েছে দুদক।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়