ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাসায়নিকে পাকানো ৪০০ মণ আম জব্দ, জরিমানা ২৪ লাখ টাকা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাসায়নিকে পাকানো ৪০০ মণ আম জব্দ, জরিমানা ২৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে ফলের আড়তে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো অপরিপক্ক ৪০০ মণ আম জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। এ সময় নয়টি ফলের আড়তে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সারোয়ার আলম জানান, বাড়তি মুনাফার লোভে অপরিপক্ক ল্যাংড়া আম রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো হয়েছিল। এ কারণে মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক নন্দন রসকারকে ৪ লাখ টাকা, মেসার্স সাদ্দাম ট্রেডার্সের সাদ্দাম হোসেনকে ৪ লাখ টাকা, নাঙ্গলকোর্ট বাণিজ্যালয়ের ইয়াসিন মজুমদারকে ৪ লাখ টাকা, শাহ চন্দ্রপুরী সবজি ভাণ্ডারের মো. লিটনকে ১ লাখ টাকা, মেসার্স নান্নু এন্টারপ্রাইজের মো. জামাল খানকে ৩ লাখ টাকা, মেসার্স বন্ধু বাণিজ্যালয়ের দুদু মিয়াকে ২ লাখ টাকা, মাদারীপুর বাণিজ্যালয়ের মো. চাঁন মিয়াকে ২ লাখ টাকা, সজীব ট্রেডার্সের মো. মিলনকে ৩ লাখ টাকা এবং সাবিহা বাণিজ্যালয়ের হাসান মাহমুদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান সারোয়ার আলম।



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়