ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, জরিমানা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ভেজাল ও পঁচা-বাসি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার এরকম ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় আদালত এ অভিযান পরিচালনা করে। মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন নাহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ধানমন্ডির ক্রীমসনকাপ কফি হাউজকে ১ লাখ টাকা ও একই এলাকার হাক্কা ঢাকাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে পঁচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হয়। পরে সেগুলো আদালতে ধ্বংস করে।

রমজান মাসজুড়ে ডিএমপির বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়