ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পদত্যাগ করছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২৬ মে ২০১৯   আপডেট: ১৫:৪৯, ২৮ জুন ২০২৩
পদত্যাগ করছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী

ক্ষমতাসীন জোটের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলমান বিবেদের পরিপ্রেক্ষিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ও’নেইল। সাত বছর ক্ষমতায় থাকার পর রোববার তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

সম্প্রতি ফরাসি গ্যাস কোম্পানি টোটাল এবং মার্কিন প্রতিষ্ঠান এক্সনমবিলের সঙ্গে কোটি কোটি ডলারের গ্যাস উত্তোলনের চুক্তিসহ একাধিক ইস্যুতে ও’নেইলের ওপর পদত্যাগের চাপ বাড়তে শুরু করে। বিরোধীদের দাবি, চুক্তিতে গ্যাস উত্তোলনের পরিমাণ দ্বিগুন বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। এতে স্থানীয়রা আর্থিকভাবে বঞ্চিত হবে।

চলতি সপ্তাহে ও’নেইলের দল থেকে আইনপ্রণেতারা বের হয়ে বিরোধী শিবিরে যোগ দিতে শুরু করেন। শুক্রবার বিরোধীরা জানিয়েছিল, ও’নেইলকে পদচ্যুত করার মতো যথেষ্ঠ সমর্থন তারা পার্লামেন্টে জোগাড় করতে পেরেছেন।

রোববার ৫৪ বছরের ও’নেইল জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার জুলিয়াস চ্যানের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন।

রাজধানী পোর্ট মোর্সবেতে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে আমরা নির্দিষ্ট পরিমাণ স্থিতিশীলতা বজায় রেখেছি। আমরা আহ্বান শুনেছি এবং আমরা সরকার পরিবর্তনে সম্মত হয়েছি।’

রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়