ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাস্টমস আইন, ২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাস্টমস আইন, ২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক : কাস্টমস আইন, ২০১৯-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইন‌টির অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

সচিবালয়ে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজকের কেবিনেটে কাস্টমস আইন, ২০১৯ এর খসড়া উপস্থাপিত হলে মন্ত্রিসভা সর্বসম্মতভাবে আইনটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়।’

সচিব বলেন, ‘এটি ১৯৭৯ সালের আইন। এটি ২০১৮ সালে সংসদে গিয়েছিল সব প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু ওখানে পাস হওয়ার আগেই সংসদ শেষ হয়ে যায়। এজন্য ওটা বাতিল হয়ে যায়। একই আইন আবার নতুনভাবে নিয়ে আসা হয়েছে। এতে নতুন কিছু নেই। ২০১৮ সালে যেটা চূড়ান্ত করা হয়েছে, সেটা আবার নতুনভাবে উপস্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।’

মন্ত্রিসভার বৈঠকে আরো সাতটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান সচিব। তার ম‌ধ্যে প্রখ্যাত দুই কণ্ঠশিল্পী খালিদ হোসেন ও সুবীর নন্দীর মৃত্যুতে শোক জানানো হয়। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপে লাওসের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে এবং আয়ারল্যান্ডে ত্রিদেশীয় কাপে চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়