ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রাক্তন সাংসদ কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক্তন সাংসদ কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দাখিল করার অভিযোগে জাতীয় পার্টির প্রাক্তন সংসদ সদস্য ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খান ও তার স্ত্রী ডা. আখতার জাহান উম্মে নাসিমা বেগমের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের উপপরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ রাজধানীর রমনা মডেল থানায় বাদি হয়ে পৃথক এ মামলাগুলো দায়ের করে। মামলা নম্বর ৫৯ ও ৬০।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘প্রাক্তন সংসদ সদস্য ডা. কর্নেল (অব.) আবদুল কাদের দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে মোট ২৪ লাখ ৪২ হাজার ৭৭০ টাকার সম্পদ গোপন করে। দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। এ ছাড়া ডা. কর্নেল (অব.) আবদুল কাদেরের স্ত্রী ডা. আখতার জাহান উম্মে নাসিমা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে ১৫ লাখ ৩৭ হাজার ৩০৬ টাকার সম্পদ গোপন করেন। দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।’

২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সুন্দরগঞ্জের সর্বানন্দ গ্রামে নিজ বাড়িতে গুলিতে খুন হন এ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় মামলায় কাদেরসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলাটিতে এখন সাক্ষ্যগ্রহণ চলছে। কাদের খান বর্তমানে কারাগারে রয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়