ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রতি ২ মাস পর মৌসুমি ফল পরীক্ষার নির্দেশ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতি ২ মাস পর মৌসুমি ফল পরীক্ষার নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ  বাজারে থাকা মৌসুমি ফলমূল দুই মাস অন্তর অন্তর পরীক্ষা করার জন্য বিএসটিআইকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ফলমূলে ক্ষতিকর কেমিক্যাল ও ফরমালিনের ব্যবহার রোধে সরকারি সংস্থাটিকে এই পরীক্ষা অব্যাহত রাখতে বলা হয়েছে।

রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়া স্থল বন্দরগুলো দিয়ে যাতে রাসায়নিক মিশ্রিত ফল দেশে প্রবেশ করতে না পারে সেজন্য দুই মাসের মধ্যে সরকারকে সেখানে কেমিক্যাল টেস্টিং ইউনিট স্থাপন করতে বলা হয়েছে।

আমসহ মৌসুমি ফলে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধ সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ফরমালিন পরীক্ষায় আধুনিক যন্ত্র ক্রয়ের বিষয়টি উঠে আসে।

আদালত তখন বলেন, ‘দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এজন্য খাদ্যপণ্য ভেজালমুক্ত রাখতে হবে। সরকার যে কোন কিছুতে অর্থ বরাদ্দে কোন কার্পণ্য করছে না। কিন্তু সেটার যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কাজ। ফলমূলে রাসায়নিকের ব্যবহার রোধে তাদের নিয়োগ করা সম্ভব নয়। এজন্য জনগণকে সচেতন হতে হবে। মোবাইল কোর্ট জরিমানা করছে অসাধু ব্যবসায়ীদের। কিন্তু ক্যামিক্যালের ব্যবহার রোধ করা যাচ্ছে না। এজন্য বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে হবে। যারা কেমিক্যাল আমদানি করে তাদেরকে ধরতে হবে।’

এ পর্যায়ে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ‘প্রয়োজনে সরকার বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে। কিন্তু ফল পাকাতে যে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার হয় সেটা রোধ করতে হবে।’

আদালত বলেন, ‘উচ্চ আদালত থেকে ঋণ খেলাপির তালিকা চাওয়া হয়েছিলো। সে তালিকা সরকার প্রস্তুত করে জাতীয় সংসদে প্রকাশ করেছে। এটা অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য।’

বিএসটিআইয়ের আইনজীবী সরকার এমআর হাসান বলেন, ‘বাজারে যেসব ফল রয়েছে সেসব ফলে ফরমালিন ব্যবহার করা হলেও তা কাজে দেয় না। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রতিবেদন রয়েছে। আর আমরা সারাবছরই সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ফলমূল পরীক্ষা করে থাকি।’



রাইজিংবিডি/ ঢাকা/ ২৩ জুন ২০১৯/ মেহেদী/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়