ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১১ মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন চালু বুধবার

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ৬ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১১ মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন চালু বুধবার

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন আগামীকাল বুধবার চালু হবে।

 

এর আগে ফান্ডগুলোর শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক বা অডলটে শুরু করেছিল। যা গতকাল সোমবার শেষ হয়।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

 

ফান্ডগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড।

 

রেকর্ড ডেটের কারণে আজ ফান্ডগুলোর লেনদেন বন্ধ রয়েছে।

 

প্রসঙ্গত, রেকর্ড ডেট বলতে বোঝায়, নির্দিষ্ট দিনে বিও একাউন্টে কোনো কোম্পানির শেয়ার কত ছিলো তার উপর ভিত্তি হিসাব করা। নির্দিষ্ট দিনে যার বিওতে ওই কোম্পানির শেয়ার থাকবে, সে রাইট শেয়ার বা বোনাস শেয়ার পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৬/আশিক/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়