ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

প্রথম দিনে সমানে সমান ঢাকা মেট্রো-বরিশাল

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম দিনে সমানে সমান ঢাকা মেট্রো-বরিশাল

ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে প্রথম দিনে সমানে সমান ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।

 

প্রথম স্তরের এই ম্যাচে প্রথম দিনের খেলা শেষে ঢাকা মেট্রো তুলেছে ২৫৫ রান, আর তাদের ৭ উইকেট তুলে নিয়েছে বরিশাল। মেহেরাব হোসেন জুনিয়র ৪৮ ও ইলিয়াস সানী ৯ রানে অপরাজিত আছেন।

 

মঙ্গলবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমেছিল ঢাকা মেট্রো। ব্যাটিংয়ে দলকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মেহেদী মারুফ। দুজন গড়েন ৮১ রানের উদ্বোধনী জুটি।

 

রানআউট হওয়ার আগে সাদমান করেন ৩৩ রান। মেহেদী ফিফটি তুলে নিয়ে মনির হোসেনের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৭৩ বলে ১০টি চারে করেন ৫৬।

 

এরপর অবশ্য দ্রুতই সাজঘরে ফেরেন শামসুর রহমান (১২), মার্শাল আইয়ুব (১২) ও মোহাম্মদ আশরাফুল (২০)। একটা সময় বিনা উইকেটে ৮১ তোলা ঢাকা মেট্রোর স্কোর তখন ৫ উইকেটে ১৪১!

 

এরপর ষষ্ঠ উইকেটে ৫৭ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন মেহরাব জুনিয়র ও সৈকত আলী। সালমান হোসেনের বলে সোহাগ গাজীকে ক্যাচ দেওয়ার আগে সৈকতের ব্যাট থেকে আসে ২৯ রান।

 

শেষ বিকেলে ওই সালমানের বলেই এলবিডব্লিউ হওয়ার আগে জাবিদ হোসেন করেন ২৩। ইলিয়াস সানীকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় নিরাপদে কাটিয়ে দেন মেহরাব জুনিয়র। প্রথম দিনে খেলা হয়েছে মোট ৯৬ ওভার!

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়