ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শ্রম আইনের ২৫টি ধারা পরিবর্তনের সুপারিশ

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ১৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রম আইনের ২৫টি ধারা পরিবর্তনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের স্বার্থে শ্রম আইনের ২৫টি ধারা পরিবর্তনের জন্য সরকারের কাছে সুপারিশ জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের অন্তর্ভুক্ত বাংলাদেশের শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল, এফএনভি-আরএমজি প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ শ্রম আইন সংশোধন প্রস্তাবনা শীর্ষক গোল টেবিল আলোচনায় এ সুপারিশ জানায় সংগঠনটি।

সভায় সভাপতির বক্তব্যে আইবিসির চেয়ারম্যান মজিবুর রহমান ভূইয়া বলেন, শ্রমিক আইন, গণতান্ত্রিকায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। আইএলও-সহ আন্তর্জাতিক শ্রমিক সংগঠনসমূহ তীব্রভাবে বর্তমান শ্রম আইনের সমালোচনা করছে।

আইবিসির মহাসচিব তৌহিদুর রহমান তার বক্তব্যে বলেন, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন এখন অত্যন্ত জরুরি। সরকার সেই লক্ষ্যে কাজ করবে বলেও আমি আশা করছি।

এ সময় বক্তারা বলেন, সরকার শ্রম আইন সংশোধনে অত্যন্ত আন্তরিক বলে প্রতীয়মান হচ্ছে। কারণ কেন্দ্রীয় ত্রি-পক্ষীয় পরামর্শমূলক কমিটির বৈঠকে সরকার বাংলাদেশের শ্রম আইনকে আরো সময়োপযোগী করার লক্ষ্যে একটি উপকমিটি গঠন করেছে। এরই মধ্যে উপকমিটি একটি বৈঠকও করেছে। আগামী ৬ মাসের মধ্যে সুপারিশমালা প্রদানের সময় নির্ধারণ করেছে।

ইপিজেড, অর্থনৈতিক অঞ্চলসহ সব ক্ষেত্রে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য একক শ্রম আইন প্রণয়ন, ক্ষতিপূরণের ক্ষেত্রে জাতীয় মানদণ্ড নির্ধারণ এবং মৃত্যুবরণকারীর পরিবারকে ১০ লাখ ও শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম ব্যক্তির ক্ষেত্রে ১৫ লাখ টাকা নির্ধারণসহ ২৫টি সুপারিশ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিলস্ এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, ইন্ডাস্ট্রিঅল প্রকল্পের সমন্বয়ক সৈয়দা হুমায়েরা, আইবিসির সিনিয়র নেতা শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম, কুতুবউদ্দিন আহমেদ, হেদায়েতুল ইসলাম, নাজমা আক্তার, বাবুল আক্তার, রাশেদুল ইসলাম রাজু, চায়না রহমান, তাহমিনা রহমান, মমতাজউদ্দিন, নুরুল ইসলাম, শহীদুল্লাহ বাদল, মরিয়ম আক্তার প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৭/নাসির/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়