ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইতিহাসের সামনে ফেদেরার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতিহাসের সামনে ফেদেরার

রজার ফেদেরার

ক্রীড়া ডেস্ক : ২০০৩ থেকে ২০০৯, টানা সাত বছর উইম্বলডনের ফাইনাল খেলেছেন রজার ফেদেরার। সুইস তারকা এর মধ্যে ছয়বারই চ্যাম্পিয়ন হয়েছেন, একবার রানার-আপ। ২০১২ উইম্বলডনে আরেকবার চ্যাম্পিয়ন হয়ে শিরোপা-সংখ্যা নিয়ে গেছেন সাতে।

পুরুষ এককের ফাইনালে ফেদেরার আজ মারিন চিলিচকে হারালেই রেকর্ড অষ্টম শিরোপা জিতবেন। ফেদেরার ছাড়িয়ে যাবেন পিট সাম্প্রাস ও উইলিয়াম রেনশকে। ২০০০ সালে নিজের সপ্তম উইম্বলডন জিতেছিলেন সাম্প্রাস, ১৮৮৯ সালে রেনশ।

ফেদেরার ২০১২ উইম্বলডন জয়ের পরের চার বছর কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারেননি। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম জিতে কাটান খরা। ছয় মাস পর আজ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ১৯-এ নিয়ে যাওয়ার সুযোগ ৩৫ বছর বয়সি তারকার সামনে।

১৯৭৪ সালে ৩৯ বছর বয়সে কেন রোজওয়ালের পর সবচেয়ে বয়স্ক পুরুষ খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন ফেদেরার। এবার সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের হাতছানি সুইস তারকার সামনে। ১৯৭৫ সালে ৩১ বছর বয়সে উইম্বলডন জিতে রেকর্ডটা এখনো দখলে রেখেছেন আর্থার অ্যাশ। ফেদেরারের ৩৬তম জন্মদিনের বাকি এক মাস।

১৪ বছর আগে এই উইম্বলডনেই মার্ক ফিলিপোসিসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ফেদেরার। উইম্বলডনে সর্বশেষ শিরোপাটা জিতেছেন পাঁচ বছর আগে অ্যান্ডি মারিকে হারিয়ে। আজ চিলিচকে হারালে অল ইংল্যান্ড ক্লাবে আরেকবার ট্রফিটা উঁচিয়ে ধরবেন সুইস তারকা।

অন্যদিকে চিলিচ ১১তম বার উইম্বলডন খেলতে এসে এই প্রথম টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। ২০০১ সালে গোরান ইভানিসেভিচের পর ক্রোয়েশিয়ার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে উঠেছেন ২৮ বছর বয়সি চিলিচ। ১৬ বছর আগে ইভানিসেভিচ জিতেছিলেন শিরোপা। এবার চিলিচ পারবেন কি না, সেটা জানা যাবে রাতেই।

দুজনের মুখোমুখি লড়াইয়ে ফেদেরার এগিয়ে ৬-১ ব্যবধানে। তবে মুখোমুখি সর্বশেষ দুটি ম্যাচ বলছে, আজ দারুণ একটা লড়াই-ই হবে। ২০১৪ ইউএস ওপেনের সেমিফাইনালে ফেদেরারকে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছিলেন চিলিচ। সেবারই তিনি জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।

সর্বশেষ গত উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুজন। যেখানে প্রথম দুই সেট জিতেছিলেন চিলিচ। পরের তিন সেট জিতে সেমিফাইনালে ওঠেন ফেদেরার। এক বছর পর আবার অল ইংল্যান্ড ক্লাবেই মুখোমুখি দুজন। এবার কিন্তু ফাইনাল! 

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়