ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আবারো দুবাইয়ের হোটেলে আগুন

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো দুবাইয়ের হোটেলে আগুন

আগুন লাগার পর মভেনপিক হোটেল থেকে বাইরে চলে আসেন সবাই

আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দুবাইয়ের আবাসিক হোটেলে আগুন লাগার তৃতীয় ঘটনা ঘটল।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী খ্যাত দুবাইয়ের ম্যারিনা জেলায় সোমবার মভেনপিক হোটেলে আগুন লাগে। বিদেশি অতিথি, পর্যটক ও স্টাফদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মভেনপিক হোটেল থেকে ছোট ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। তবে হোটেল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার পেজে জানিয়েছে, আগুন লাগার কিছু সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মভেনপিক হোটেলের পাশের আরেকটি হোটেলে ‍শুক্রবার আগুন লাগে। রোববার দুবাইয়ের আরো একটি হোটেলে অগ্নিকাণ্ড হয়। একের পর এক হোটেলে আগুন লাগার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিদেশি পর্যটকরা।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়