ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গুয়ামে কিছু হলে উ. কোরিয়ার খুব সমস্যা হবে

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুয়ামে কিছু হলে উ. কোরিয়ার খুব সমস্যা হবে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেছেন, মার্কিন দ্বীপ গুয়ামে যদি কিছু হয়, তাহলে উত্তর কোরিয়া খুব বড় ধরনের সমস্যায় পড়বে।

নিউ জার্সি গল্ফ রিসোর্টে গুয়ামবাসীকে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই এলাকা খুব সুরক্ষিত থাকবে।

তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরো শক্তিশালীভাবে আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।

পরে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেন বলে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদে জানানো হয়েছে।

ওই সংবাদে জানানো হয়, প্রেসিডেন্ট শি জিনপিং উভয় পক্ষকেই উত্তেজনা ছড়ায় এমন কথা বলা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছে বলে গত বুধবার ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হয় পিয়ংইয়ংয়ের হামলা মোকাবিলায় ওয়াশিংটন প্রস্তুত।

ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের এমন পাল্টাপাল্টি হুমকির কথা উল্লেখ করে মস্কো বলেছে, ‘আমাদের ভীষণ দুশ্চিন্তায় ফেলেছে।’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরন দুদেশের এই সামরিক দ্বন্দ্বকে খুবই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলেন, এই সংকট নিরসনে রাশিয়া-চীন যৌথ পরিকল্পনা পেশ করেছে।

এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, এখানে সামরিক কোনো সমাধান নেই এবং এ বিষয়ে বিতর্ক বাড়ানো ভুল। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, দেশটির নেতা কিম জং উন ওই পরিকল্পনা অনুমোদন করলে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হবে, এগুলো জাপানের ওপর দিয়ে উড়ে গিয়ে গুয়াম দ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সাগরে গিয়ে পড়বে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়