ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আমারি ঢাকায় ইতালিয়ান ফুড ফেস্টিভ্যাল

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমারি ঢাকায় ইতালিয়ান ফুড ফেস্টিভ্যাল

লাইফস্টাইল ডেস্ক : রাজধানীর গুলশানের পাঁচ তারকা হোটেল ‘আমারি ঢাকা’ আয়োজন করছে ইতালিয়ান ফুড ফেস্টিভ্যাল ‘চিয়াও ঢাকা’। ফেস্টিভ্যালটি চলবে আমারি ঢাকার আমায় ফুড গ্যালারিতে।

আগামী ১ নভেম্বর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেস্টিভ্যালটি করা উদ্বোধন হবে। ফুড ফেস্টিভ্যালটি চলবে ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত।

ফেস্টিভ্যালে আমায়া ফুড গ্যালারিতে মিলবে থাইল্যান্ড থেকে আগত অভিজ্ঞ ইতালিয়ান শেফ মার্কো বোস্কানির ফুড অ্যাপায়ন। তিনি ১৯৮৩ সালে ইতালির গিওভান্নি পাসটোর ইনস্টিটিউট থেকে তার রন্ধনসম্পর্কীয় প্রশিক্ষণ সম্পন্ন করেন।

শেফ মার্কো বোস্কানির দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা নিয়ে আমারি ঢাকার আঙিনায় এই ইতালিয়ান ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।

এই ফুড ফেস্টিভ্যালে থাকছে মুখরোচক পাস্তা, রিসোত্তোস, লাজানিয়া, ইতালিয়ান স্টাইল সিফুড, মিট বারবিকিউ সহ আরো অনেক কিছু। ডিনারের এই আয়োজন উপভোগ করা যাবে ৩৯৯৯++ টাকায়l ইতালিয়ান ডেসার্ট থাকবে এই ফেস্টিভ্যালের আরেকটি বিশেষ আয়োজনl বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৮৭৮৪২২২২২,০১৮৭৮৪৯৯৯৯৯।



রাইজিংবিডি/ঢাকা/২৬ অক্টোবর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়