ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাদা স্নিকার্স সাদা রাখার উপায়

আল ইমরান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাদা স্নিকার্স সাদা রাখার উপায়

আল ইমরান : স্নিকার্স কে না ভালোবাসে। তরুণদের কাছে এ ধরনের জুতার বেশ কদর রয়েছে। 

দোকানে সাদা স্নিকার্স দেখে আপনার কাছে আকর্ষণীয় মনে হতে পারে। খুব পরিষ্কার, নজরকাড়া! কিন্তু এটাও তো ঠিক, কেনার কিছুদিনের মধ্যেই জুতা নজরকাড়া সাদা আর থাকে না। কিছুদিন ব্যবহার করলেই রং মলিন হতে শুরু করে। 

জুতায় ধুলাবালি লাগবেই। কিন্তু সাদা স্নিকার্সগুলো দ্রুত বেশি ময়লা হয়। ফলে স্নিকার্স সাদা না রাখতে পারলে সব স্টাইল মাটি হয়ে যেতে পারে। ফলে অনেকেই ময়লা হয়ে যাওয়া স্নিকার্সটি ফেলে দিয়ে নতুন স্নিকার্স কেনার পরিকল্পনা করেন।

তবে ময়লা হয়ে যাওয়া সাদা স্নিকার্সকে পুনরায় নতুনের মতো ধবধবে সাদা করার খুব সহজ উপায় রয়েছে। এই কৌশলটি টুইটারে শেয়ার করেছেন সারা ট্রেসি। তিনি বলেন, ময়লা স্নিকার্স নতুনের মতো চকচকে করতে বেকিং সোডা এবং ডিটারজেন্টের মিশ্রণ ম্যাজিকের মতো কাজ করে।

সাদা স্নিকার্স থেকে দাগ তুলতে ১:১.৫ অনুপাতে বেকিং সোডা এবং ডিটারজেন্টের মিশ্রণ নিয়ে টুথব্রাশ দিয়ে ঘষে নিন। ধোয়ার পর দেখবেন সব দাগ উঠে গেছে। এরপর ভালোমতো শুকানোর পর সামান্য বেবি পাউডার ব্যবহার করুন, দেখবেন নতুনের মতো দেখাচ্ছে স্নিকার্স জোড়া।

এছাড়াও পরিমাণমতো পানিতে বেকিং সোডা এবং হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রণ ব্যবহার করে ধবধবে সাদা করতে পারেন স্নিকার্স।

তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়