ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নব্বই প্রেক্ষাগৃহে মোশাররফ-তিশা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ৩০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নব্বই প্রেক্ষাগৃহে মোশাররফ-তিশা

বিনোদন প্রতিবেদক : ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘অজ্ঞাতনামা’ সিনেমার পর অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ নির্মাণ করেছেন ‘হালদা’। আজ বৃহস্পতিবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার সারাদেশে ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে রাইজিংবিডিকে জানান এর নির্মাতা।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী ও রুনা খানসহ আরো অনেকে।

এশিয়ার একমাত্র বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। এর চারপাশে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠান থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য পদার্থ, চারপাশের জমির কীটনাশকসহ নানা কারণে হুমকির মুখে পড়েছে নদীটি। এই নদীর দিকে সকলের মনোযোগ আকর্ষণ ও সচেতনতা সৃষ্টির জন্য অনেক দিন ধরেই নানামুখী সামাজিক আন্দোলন ও মানববন্ধন হয়ে আসছে। হালদা নদী রক্ষার এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেই তৌকির আহমেদ সিনেমাটি নির্মাণ করেছেন।

আজাদ বুলবুলের গল্পে হালদা নদীর নামেই সিনেমাটির নামকরণ করা হয়েছে। এটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও তৈরি করেছেন তৌকির।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়