ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চট্টগ্রামে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বন্দরনগরী চট্টগ্রামে শনিবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহাম্মেদ রাইজিংবিডিকে জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। গভীর নিম্নচাপটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

নিম্নচাপের কারণে চট্টগ্রামের আকাশ মেঘলাসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে চট্টগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। এর মধ্যে শুক্রবার কয়েকদফা ভারি বৃষ্টিপাত হয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/৯ ডিসেম্বর ২০১৭/রেজাউল করিম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়