ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্যানসার সচেতনতায় হিমু পরিবহনের সাইকেল র‍্যালি

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ২৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যানসার সচেতনতায় হিমু পরিবহনের সাইকেল র‍্যালি

ছাইফুল ইসলাম মাছুম : ক্যানসার সচেতনতা তৈরির লক্ষ্যে হিমু পরিবহন ৩য় বারের মতো ২২ ডিসেম্বর ঢাকা থেকে ময়মনসিংহ এবং ২৩ ডিসেম্বর ময়মনসিংহ থেকে ঢাকা দুই দিনব্যাপী সাইকেল র‍্যালি করেছে। এভারেস্ট বিজয়ী এম এ মুহিত শুক্রবার সকাল ৭টায় এই র‍্যালি উদ্বোধন করেন।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ভক্তদের সংগঠন হিমু পরিবহন। হুমায়ূন আহমেদ এর সৃষ্টিগুলোকে সারাদেশের প্রতিটি মানুষ এবং পরবর্তীতে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে তারা৷ হিমু পরিবহনের সংগঠকদের একজন শেখ হাসান হায়দার। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যারের শেষ ইচ্ছা ছিল বাংলাদেশে বিশ্বমানের একটি ক্যানসার হাসপাতাল তৈরি করার। আমরা বিশ্বাস করি স্যারের শেষ ইচ্ছা একদিন পূরণ হবে।’

এম এ মুহিত তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘হুমায়ূন আহমেদ আমার অত্যন্ত প্রিয় মানুষ। এভারেস্ট জয়ের পর তিনি আমাকে তার বাসায় আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন ‘কোনো এভারেস্ট জয়ীর সঙ্গে এটা আমার প্রথম সাক্ষাৎ। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি আজ আমাদের মাঝে নেই। আর তার ভক্তদের সংগঠন হিমু পরিবহন এখন সবাইকে ক্যানসার সম্পর্কে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে, এটা দেখে আমি আনন্দিত ও আশাবাদী। মাদক ছেড়ে তরুণ সমাজ যদি এমন স্বেচ্ছাসেবামূলক ও অ্যাডভেঞ্চারাস কাজে মনোনিবেশ করে আমি তাহলে বিশ্বাস করি বাংলাদেশ ক্যানসার মুক্ত তো হবেই, আরো এগিয়ে যাবে উন্নতির পানে।’

প্রায় ৩০ জন সাইক্লিস্ট ও স্বেচ্ছাসেবক সাইকেল র‍্যালি করে গতকাল ঢাকার শাহবাগ থেকে ময়মনসিংহ যায় এবং ২৩ ডিসেম্বর ময়মনসিংহ থেকে ঢাকা ফিরে আসে সাইকেল চালিয়ে। যাত্রাপথে তারা বিভিন্ন স্থানে ক্যানসার সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এবং ময়মনসিংহ থেকে ফেরার পথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যানসার সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্যানসার সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।

 


রাইজিংবিডি/ঢাকা/২৩ ডিসেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়