ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৬ হাজারের মাইলফলকের সামনে রিয়াল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬ হাজারের মাইলফলকের সামনে রিয়াল

ক্রীড়া ডেস্ক : ঐতিহাসিক এক রেকর্ড গড়তে আর মাত্র ৩ গোল দূরে রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের বিপক্ষে আজ ৩ গোলের দেখা পেলেই লা লিগায় ৬ হাজার গোলের অনন্য মাইলফলক স্পর্শ করবে লস ব্লাঙ্কোসরা।

১৯২৮ সালে লা লিগা প্রতিযোগিতা শুরুর পর এই লিগে রিয়ালের এখন পর্যন্ত মোট গোল ৫ হাজার ৯৯৭টি। ভক্তদের বিশ্বাস রিয়াল বেতিসের বিপক্ষে আজ রোনালদো-বেল-বেনজেমারা তিন গোলের মধ্য দিয়ে অসাধারণ এই মাইলফলকে পা রাখতে পারবে।

জেইম লাজকানো ১৯২৮-২৯ মৌসুমের প্রথম দিন লা লিগায় প্রথম গোল করেছিলেন সিই ইউরোপার বিপক্ষে। রিয়ালের জার্সিতে প্রথম গোল ছিল তার। ৫-০ গোলের ওই জয়ে লাজকানো একাই করেছিলেন এক হালি গোল। লা লিগার রেকর্ড বইয়ে আবার ঢুকতে রিয়ালের সময় লেগেছিল ২২ বছর। ওইবার ম্যানুয়েল ফার্নান্দেজ করেছিলেন দলের হাজারতম গোলটি। ১৯৫০ সালের ৫ নভেম্বর ৫-২ গোলে অ্যাথলেটিক ক্লাবকে হারায় মাদ্রিদের ক্লাবটি।

রিয়ালের হয়ে ২ হাজারতম গোলের রেকর্ডের সাক্ষী হয়ে রয়েছেন পাকো জেন্তো। পোন্তেভেদরার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে ওই ম্যাচ জিতেছিল রিয়াল। ১৯৮২ সালে রিয়ালের আরেক কিংবদন্তি হুয়ান গোমেস করেন দলের ৩ হাজারতম গোলটি। এর ১২ বছর পর রিয়াল পৌঁছায় ৪ হাজারতম গোলের মাইলফলকে। চিলিয়ান তারকা ইভান জামোরানোর দ্বিতীয় গোলে ওই রেকর্ড গড়ে তারা। রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে রিয়াল ম্যাচটি জেতে ৫-০ গোলে। রিয়ালের ৪ হাজার ৫০০তম গোলটি করেছিলেন আরেক কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেস।

রিয়াল মাদ্রিদের ৫ হাজারতম গোল আসে ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর। বার্নাব্যুতে নুমান্সিয়ার বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ওই ম্যাচে মাইলফলক ছোঁয়া গোলটি করেন গুতি। ২০১২-১৩ মৌসুমে মালাগার বিপক্ষে লুকা মডরিচের লক্ষ্যভেদে রিয়াল পায় ৫ হাজার ৫০০তম গোলের দেখা।

লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে মাইলফলকে পৌঁছা গোলগুলো করে কালের সাক্ষী হয়ে আছেন দলটির প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা। এবার ৬ হাজার তম গোলটি কার মাধ্যমে আসে তা দেখার জন্য আজ রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে চোখ রাখবেন রিয়াল সমর্থকরা।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়