ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কোটালীপাড়ায় ৫০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোটালীপাড়ায় ৫০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গোপালগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচন। এতে মেয়র প্রার্থীসহ মোট ৫০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রিটার্নিং অফিসার মুন্সী ওহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার ছিল কোটালীপাড়া পৌরসভা  নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্র্রার্থী শেখ কামাল হোসেন মনোনয়নপত্র জমা দেন। তবে অন্য কোনো দল সমর্থিত মেয়র প্রার্থীকে মনোনয়নপত্র দিতে দেখা যায়নি।

এছাড়া ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

আগামী ৪ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৯৭ জন এবং নারী ভোটার ৬ হাজার ৬১৮ জন।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/২ মার্চ ২০১৮/বাদল সাহা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ