ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্যতিক্রমী ‘ভূমি হালখাতা’ উৎসব

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ১৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যতিক্রমী ‘ভূমি হালখাতা’ উৎসব

বাগেরহাট সংবাদদাতা : এবার পয়লা বৈশাখে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সাড়া ফেলেছিল ভূমি অফিসের আয়োজনে ব্যতিক্রমী ‘ভূমি হালখাতা’।

ভূমি উন্নয়ন কর ও রাজস্ব আদায়ে ‘ভূমি হালখাতা’ উৎসবের এই আয়োজন মোল্লাহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল আলমের।

‘ভূমি হালখাতা’ উপলক্ষে ভূমি অফিস চত্বরকে সাজানো হয় বর্ণিল সাজে। পথে পথে করা হয় আল্পনা। আগন্তুকদের জন্য আপ্যায়নেরও ব্যবস্থা রাখা হয়। পয়লা বৈশাখ থেকে শুরু হওয়া এ উৎসবটি চলবে ৭ বৈশাখ পর্যন্ত।

প্রথম বারের মত আয়োজিত মোল্লাহাট উপজেলা ভূমি অফিসে হালখাতা উৎসবের প্রথম দিনে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানসহ সাধারণ মানুষ। অনুষ্ঠানে আগতদের দেশি ফল, বাতাসা, কদমা, মুরলি দিয়ে আপ্যায়ন করা হয়।

আয়োজক সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল আলম বলেন, ‘জনগণের জন্য সেবা প্রাপ্তি সহজ করতে ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকে হালখাতা করার চিন্তা আসে। আমার চেষ্টা ছিল ঐতিহ্যকে লালন করে কিভাবে সেবা প্রদান আর রাজস্ব আদায়কে সহজ করা যায়।’

তিনি বলেন, ‘সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও অফিসে এসে সবাই কাজ করেছেন। সাধারণ জনগণের কাছ থেকেও খুল ভালো সাড়া পেয়েছি। ভূমি অফিস নিয়ে অনেকের মাঝেই একটি নেতিবাচক ধারণা রয়েছে। সেবা পেতে হয়রানি, দালালের উৎপাত ইত্যাদি। আমি এই ধারণা ভাঙতে চেয়েছি। আর এই কাজে আমি অফিসের সহকর্মীসহ সবার সহযোগীতা পেয়েছি।’

ভূমি হালখাতায় এসে স্থানীয় উদয়পুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ হায়দার মামুন বলেন, ‘এভাবে কখনও খাজনা দেইনি। বছরের প্রথম দিনে আমি আমার জমির খাজনা দিতে পেরে খুব আনন্দিত।’

হালখাতায় আসা ভূমি মালিক আব্দুল আলিম মোল্লা বলেন, ‘এতো সুন্দর পরিবেশে খাজনা দিতে পেরে ভাল লাগছে। আমি আমার ছেলে মেয়েদেরও নিয়ে এসেছি। খুব ভাল লেগেছে। সরকারি অফিসে দ্রতই কাজ হয়েছে। আবার তারা আপ্যায়নও করল।’

উপজেলা চেয়ারম্যান মো. শাহিনুর আলম সানা বলেন, ‘ভূমি সহকারী কমিশনার নিজ উদ্যোগে হালখাতার ব্যতিক্রম এই আয়োজন করেছেন। তার এই উদ্যোগ সবাইকে কর প্রদানে উৎসাহী করবে।’




রাইজিংবিডি/বাগেরহাট/১৫ এপ্রিল ২০১৮/আলী আকবর টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়