ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চীনা পণ্যে আরো শুল্কারোপের হুমকি ট্রাম্পের

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনা পণ্যে আরো শুল্কারোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : চীনা পণ্যে আরো ২০০ বিলিয়ন ডলার অতিরিক্ত শুল্কারোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, চীন যদি তাদের বাণিজ্যনীতি পরির্বতন করতে অস্বীকৃতি জানায় তবে এই অতিরিক্ত ১০ শতাংশ শুল্কারোপ করা হবে।

গত কয়েক মাস অনেকটা বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ট্রাম্পের এই পদক্ষেপ সেই যুদ্ধে ঘি ঢালার মতোই হবে।

ট্রাম্পের অভিযোগ, চীন বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যহীন বাণিজ্য থেকে অনৈতিক সুবিধা আদায় করে আসছে।

গেল সপ্তাহেই যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ৫০ বিলিয়ন ডলার মূল্যের ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেয়।

এর প্রত্যুত্তরে বেইজিং জানিয়েছে, তারা ‍যুক্তরাষ্ট্রের ৬৫৯টি পণ্যে ৫০ বিলিয়ন ডলারের শুল্কারোপ করবে। এসবের মধ্যে রয়েছে কৃষি, গাড়ি ও সামুদ্রিক পণ্য।

ট্রাম্প বলেন, ‘প্রত্যুত্তর দিয়ে চীন যুক্তরাষ্ট্রের কোম্পানি, কর্মী ও কৃষকদের হুমকি দিচ্ছে, যারা কোনো অন্যায়ই করেনি।’

এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের সাম্প্রতিক বাণিজ্যযুদ্ধে বিশ্বের শেয়ারবাজারে ধাক্কা লেগেছে। সোমবার অনেকগুলো শেয়ারের দর কমে গেছে।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়