ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আবার মিরান্ডার কাঁধে ব্রাজিল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবার মিরান্ডার কাঁধে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : মিউজিক্যাল চেয়ারের মতো করে ঘুরছে ব্রাজিলের অধিনায়কত্বের দায়িত্ব। নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব দিতে নারাজ ব্রাজিলের কোচ তিতে। বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই অধিনায়কত্বে পরিবর্তন আনছেন তিতে।

রাশিয়া বিশ্বকাপেও এমনটা হবে, তা প্রত্যাশিত ছিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইজার‌ল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের অধিনায়ক ছিলেন মার্সেলো। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকোর বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা। গ্রুপপর্বের শেষ ম্যাচে সেলসাওদের দায়িত্ব পান মিরান্ডা। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নতুন অধিনায়ক অবশ্য দেখা যায়নি। থিয়াগো সিলভা বাম হাতে আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি ওঠে তিতের প্রশ্নের টেবিলের। আশায় না রেখে তিতে জানিয়ে দেন, ইন্টার মিলানের হয়ে খেলা মিরান্ডা শুক্রবার কাজান অ্যারেনায় ব্রাজিল দলকে নেতৃত্ব দেবেন। 



রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়