ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফলোঅনের সিদ্ধান্ত জানেন না তাইজুল!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফলোঅনের সিদ্ধান্ত জানেন না তাইজুল!

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২১৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ৫২২ রানের জবাবে জিম্বাবুয়ে তুলেছে ৩০৪ রান।

ফলোঅন এড়াতে জিম্বাবুয়ের করতে হতো ৩২৩ রান। ১৯ রানের আক্ষেপে পুড়েছে সফরকারীরা। ঢাকা টেস্টের ম্যাচের নাটাই এখন বাংলাদেশের হাতে। জিম্বাবুয়ের থেকে অনেক এগিয়ে স্বাগতিকরা। তবে চতুর্থ দিনে সফরকারীদের ফলোঅনে পাঠাবে নাকি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে তা নিয়ে রয়েছে দ্বিধা! আনুষ্ঠানিকভাবে দল এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। সিদ্ধান্ত না জানালেও কোনো সমস্যাও নেই।

তৃতীয় দিনের খেলার পর টিম মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো সেটাও জানা যায়নি। মঙ্গলবার দিনের খেলা শেষ হওয়ার পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাইজুল ইসলাম। বল হাতে আবারো পাঁচ উইকেট নেওয়া তাইজুলও জানেন না দলের সিদ্ধান্ত? তার ভাষ্য,‘এটা নিয়ে কোন কথা হয় নি!’ 

সিদ্ধান্ত কি হতে পারে সেই সম্পর্কে কোনো ধারণাও নেই তার। তবে দলের সেরা তারকার বিশ্বাস টেস্টে ভালো ফল পাওয়া যাবে, ‘আমার কাছে মনে হয় আমরা ভালো অবস্থানে দাঁড়িয়ে আছি। আমরা যাই করি না কেন (ফলোঅন) ভালো করলে ফলাফল ইতিবাচক হবে। আসলে উইকেটের অবস্থাটা এমন, যদি আমরা ডিসিপ্লিন বল করতে পারি তাহলে অসম্ভব কিছুই না। আমি আশাবাদী ।’’ 

উইকেট থেকে প্রত্যাশিত টার্ন পায়নি বাংলাদেশের স্পিনাররা। তবে আশা ছাড়ছেন না এ বাঁহাতি স্পিনার, ‘উইকেট কুইক হয়নি। গতকাল শার্প টার্ন করছিল, কিন্তু আজ শার্প টার্ন ছিল না। ভাঙ্গায় পড়ে সচরাচর যেই শার্প টার্ন হয়, সেটা হয়নি। আমরা ওতটা আপসেট হইনি। তবে চতুর্থ ও পঞ্চম দিন তো আছেই। উইকেট যত সময় যাবে তত খারাপ হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়