ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস ওয়ানডে সিরিজেও

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস ওয়ানডে সিরিজেও

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। রোববার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। রুবেল হোসেন মনে করছেন দারুণ একটি টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস ওয়ানডে সিরিজেও কাজে লাগবে। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ওয়ানডে সিরিজ জয়েও চোখ টাইগারদের।

এর আগে উইন্ডিজদের মাটিতে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল। এবার ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কী ৩-০ ব্যবধানে জেতা উচিত? রুবেল হোসেন বলেন, ‘আসলে এটা তো বলা যাচ্ছে না। আমরা অবশ্যই সিরিজ জেতার জন্য মাঠে নামব। ৩-০ বা ২-১ এ ধরনের কোন কিছুই বলা যাচ্ছে না। আমাদের প্রতিটা প্লেয়ার খুব কনফিডেন্ট আছে। ভালো একটা টেস্ট সিরিজ আমরা জিতেছি, এটা আমাদের প্লেয়ারদের অনেক আত্মবিশ্বাস দিবে। সেটা কাজে লাগিয়ে ওয়ানডে সিরিজেও আমরা ভালো করতে চাই।’

উইন্ডিজ দলে বেশ কয়েকজন হার্ট হিটার ব্যাটসম্যান আছেন। তাছাড়া ক্যারিবিয়ানরা স্ট্রোক খেলতে পছন্দ করে। সেক্ষেত্রে বিশেষ কোনো খেলোয়াড় রুবেল হোসেনকে ভাবাচ্ছে কিনা? রুবেল অবশ্য তেমন কিছু ভাবছেন না, ‘আসলে ওইধরনের কোনো কিছু করিনি। কারণ প্রত্যেকটা ব্যাটসম্যানকে নিয়েই আমাদের দেখতে হয়। আমাদের ভিডিও অ্যানালিস্ট আছেন, তিনি সবার ভিডিও দিয়ে দেন।ওইরকম আলাদাভাবে কাউকে দেখা হয়নি।ওদের টিমে সবাই তো মেইনলি স্ট্রোক খেলতে পছন্দ করে। আমাদের এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।’

রুবেল হোসেন সম্প্রতি বেশ ছন্দে আছেন। সেটা ধরে রাখতে চান আসন্ন সিরিজেও, ‘আগের দুই তিনটা সিরিজে আমি খুব ভালো রিদমে আছি। আমি যদি সুযোগ পাই আমি আমার বেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করব, যেটা সবসময় করি ‘

ডেথ ওভারের বোলিং নিয়ে তিনি বলেন, ‘আমি নয় বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, অবশ্যই একটু অভিজ্ঞতা হয়েছে। তারপর অনেক কষ্ট করছি ডেথ ওভারের বোলিং নিয়ে। কারণ আমার মেইন স্ট্রেন্থ হচ্ছে ডেথ ওভার বোলিং। কারণ আমাকে ডেথে বল করতেই হবে। এমন সিচুয়েশনে বল করি যেখানে ম্যাচ জেতানোও যায়, আবার ম্যাচ হেরেও যায়। এ কারণে আমাকে আরও বেশি ফোকাস রাখতে হয়। এখন একটু বেশি জোর দিচ্ছি ডেথ বোলিংয়ে।’



রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়