ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘সুপারস্টার’ ছাড়া সুপার পারফরম্যান্সের প্রত্যাশা মাহমুদউল্লাহর

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সুপারস্টার’ ছাড়া সুপার পারফরম্যান্সের প্রত্যাশা মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের নতুন মৌসুমে শিরোপার প্রত্যাশায় খুলনা টাইটান্স।

বড় কোনো সুপারস্টার নেই খুলনা দলে। নেই টি-টোয়েন্টির বড় কোনো তারকা। একহাতে ম্যাচের ভাগ্য বদল করবে এমন ক্রিকেটারও নেই। কিন্তু দলটি বরাবরের মতো বিপিএলে ভয়ঙ্কর। নিজেদের দিনে বলেকয়ে যে কোনো দলকে মাটিতে নামিয়ে আনতে পারে মাহমুদউল্লাহর দলটি। অধিনায়কের কন্ঠে একই সুর,‘কাগজে কলমে হয়তো আমাদের ওইরকম সুপারস্টার নেই। তবে দলে খুব সামর্থ্যবান খেলোয়াড় আছে, যারা তিন বিভাগেই কার্যকরী।’



কার্যকরী সেই খেলোয়াড়দের নিয়ে দলীয় সমন্বয় করার প্রচেষ্টা মাহমুদউল্লাহর,‘আমাদের একটা দল হয়ে খেলতে হবে। গত বছর আমরা এই জিনিসটাই ক্যারি করার চেষ্টা করেছি। এই বছরও সেই জিনিসটা করার চেষ্টা করব। ওই পরিবেশটা তৈরি করার চেষ্টা করব, যেন আমরা সেরা সামর্থ্যটা দিতে পারি।’

বিপিএলের শেষ দুই আসরে প্রথম পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে খুলনা। গত আসরে ১২ ম্যাচে ৭ জয় নিয়ে খেলেছিল এলিমিনেটর ম্যাচ (তৃতীয় স্থান)। এর আগের আসরে ১২ ম্যাচে ৭ জয় নিয়ে খেলেছিল প্রথম কোয়ালিফাইয়ার (দ্বিতীয় স্থান)। প্রথম পর্বে ভালো পারফর্ম করলেও নক আউটে জ্বলে উঠতে পারেনি খুলনার। তাই শিরোপার স্বাদ পাওয়া হয়নি একবারও। এবার সেই অপেক্ষা ঘুচাতে চায় খুলনা। 



‘সব কিছু ভালোই যাচ্ছে। সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়নশিপের। আমাদেরও তাই। আমরা সেটার জন্যই খেলব ইনশাআল্লাহ।’

নিজের দল নিয়ে মাহমুদউল্লাহ মাঠের পারফরম্যান্সেই বিশ্বাসী,‘আমাদের দলটা ‍দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ। তবে দিন শেষে মাঠে কেমন পারফর্ম করছি, সেরা সামর্থ্য দিচ্ছি কিনা সেটা একটা বিষয়। আশা করি আমরা আমাদের সবগুলো ম্যাচে সেরা সামর্থ্য দেওয়ার চেষ্টা করব।’’



বিপিএলের প্রথম ম্যাচে আগামীকালই মাঠে নামছে খুলনা। তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।



রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়