ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মঈনুদ্দিন বিশ্বাস নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

রোববার ভোরে সদর উপজেলার পশ্চিম আব্দালপুরে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মঈনুদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকশ' কর্মী সমর্থক দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলী হায়দার স্বপনের বাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান স্বপনের সমর্থক মঈনুদ্দিন ও তার লোকজন প্রতিরোধ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে মঈনুদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। পরে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উত্তেজনা নিরসনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ১২ জনকে আটক করেছে।

দীর্ঘদিন ধরে চেয়ারম্যান স্বপন ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার মধ্যে চলা বিরোধের জেরে এই হামলা বলে স্থানীয়রা জানিয়েছে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/৬ জানুয়ারি ২০১৯/কাঞ্চন কুমার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়