ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মোটর সাইকেল রাইডের আড়ালে ইয়াবা বিক্রি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোটর সাইকেল রাইডের আড়ালে ইয়াবা বিক্রি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৩ এর এক বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে রামপুরার ওয়াপদা রোডে অভিযান পরিচালনা করে মো. সিরাজুল সালেকিন ওরফে জনি নামের ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোটর সাইকেল ও ৩৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জনি নিজেকে পাঠাও (রাইড শেয়ারিং)- এর চালক হিসেবে পরিচয় দিয়েছে। পাঠাও রাইড শেয়ারিং- এ মোটর সাইকেল চালানোর আড়ালে সে মাদকদ্রব্য বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তার নিদিষ্ট কিছু মাদকসেবী যাত্রী আছে, যাদের সে ইয়াবা সরবরাহ করে থাকে। এ ছাড়াও চাহিদার ভিত্তিতে বিভিন্ন জায়গায় বিশেষ করে হাতিরঝিল, রমনা, শাহবাগ, মতিঝিল ও পল্টন থানা এলাকায় চাহিবা মাত্র ইয়াবা তার নিজস্ব মোটর সাইকেলের মাধ্যমে পৌঁছে দেয়।




রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়