ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জামালপুরে মেডিকেল কলেজে ক্লাস বর্জন অব্যাহত

সেলিম আব্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামালপুরে মেডিকেল কলেজে ক্লাস বর্জন অব্যাহত

জামালপুর সংবাদদাতা : জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের ছাত্রদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ছাত্রদের নিরাপত্তা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছে মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা।

মেডিকেল কলেজ ক্যাম্পাসে সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মিঠুন, আনোয়ারুল ইসলাম, রায়হান আহম্মেদ, পঞ্চম বর্ষের ছাত্র রিয়াদ মাহমুদ, তৃতীয় বর্ষের ছাত্র এন এম সাফি ও আহসানুল হাসান হাবিব প্রমুখ।

বক্তারা বলেন, হামলার পাঁচ দিন পরও হামলাকারীদের গ্রেপ্তার করছে না পুলিশ। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হাসপাতালও দালালমুক্ত হয়নি। হাসপাতালের সামনে অবৈধ দখলও উচ্ছেদ হচ্ছে না। অবিলম্বে তাদের দাবি মানা না হলে অহিংস আন্দোলন থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

গত বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের পাশে হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় মেডিকেলের তিন ছাত্র বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়।



রাইজিংবিডি/জামালপুর/৪ মার্চ ২০১৯/সেলিম আব্বাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়