ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গণহত্যা স্মরণে সোমবার রাতে ব্ল্যাক-আউট

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ২৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণহত্যা স্মরণে সোমবার রাতে ব্ল্যাক-আউট

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের কালরাতের স্মরণে গণ্যহত্যা দিবসে সোমবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে ব্ল্যাক-আউট কর্মসূচি পালিত হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ বন্ধ করবে না। যার যার সুইচ আমরা নিজেরাই বন্ধ করব। এ বিষয়ে টেলিভিশন, সংবাদপত্রসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে। পাশাপাশি মোবাইল অপারেটরের মাধ্যমে এসএমএস পাঠানো হবে। কর্মসূচি পালন উপলক্ষে ওই দিন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ২৫ মার্চ ১ মিনিট ব্লাক-আউটে নাশকতা রোধে প্রস্তুত থাকবে পুলিশ। এ সময়টায় পরিকল্পিত নিরাপত্তা নেওয়া হবে।

তিনি বলেন, জাতীয় গ্রিডের লাইন বন্ধ না করে যার যার অবস্থান থেকে নিজেদের নিয়ন্ত্রিত ইলেক্ট্রিক সুইচ ১ মিনিট বন্ধ করে দেবেন। দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে পালনের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ১ মিনিট অন্ধাকারাছন্ন সময়ে কোনো দুস্কৃতিকারী কোনো ধরনের নাশকতা যেন করতে না পারে সেজন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থা প্রস্তুত রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়