ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দ. চট্টগ্রামের ৩ উপজেলায় আ’লীগ প্রার্থীদের জয়

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ২৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ. চট্টগ্রামের ৩ উপজেলায় আ’লীগ প্রার্থীদের জয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : দক্ষিণ চট্টগ্রামের ৪টি উপজেলা পরিষদের নির্বাচনে ফলাফল ঘোষিত ৩ টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

এখানে বোয়ালখালী, বাঁশখালী এবং পটিয়া উপজেলার নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। চন্দনাইশ উপজেলার কয়েকটি কেন্দ্রে নির্বাচন স্থগিত হওয়ায় ওই উপজেলায় চেয়ারম্যান পদের ফলাফল ঘোষিত হয়নি। তবে ওই উপজেলায় স্বতন্ত্রপ্রার্থী নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ২ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে।

রিটার্নিং অফিসারের ঘোষণা অনুযায়ী বোয়ালখালী উপজেলায় আওয়ামী লীগের নুরুল আলম (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এসএম সেলিম (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম (প্রজাপতি) ।

পটিয়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোতাহেরুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তিমির বরণ চৌধুরী (উড়োজাহাজ) জয়ী হয়েছেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাজেদা বেগম শিরু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জন।

বাঁশখালী উপজেলায় আওয়ামী লীগের চৌধুরী মোহাম্মদ গালিব নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে এমরানুল হক (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহেনা আকতার কাজমী (ফুটবল) নির্বাচিত হয়েছেন।

চন্দনাইশ উপজেলায় দুটি কেন্দ্রের নির্বাচন স্থগিত থাকায় এই উপজেলায় চেয়ারম্যান পদের ফলাফলও স্থগিত রয়েছে। এখানে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী (দোয়াত-কলম) ২২ হাজার ২৮১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম নাজিম উদ্দিন (নৌকা) পেয়েছেন ১৯ হাজার ৬৪৭ ভোট পান। যে দুটি কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে সেগুলোতে ৪ হাজার ৪০৯ ভোট রয়েছে। প্রাপ্ত ভোটের ব্যবধান থেকে স্থগিত হওয়ায় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা বেশি হওয়ায় চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা বিজয়ী ঘোষণা করা হয়নি বলে রিটার্নিং অফিসার দপ্তর সূত্রে জানা গেছে।

তবে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সোলায়মান আলম ফারুকী (মোমবাতি), মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামেলা খানম রুপা (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৫ মার্চ ২০১৯/রেজাউল/টিপু      

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়