ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাঁচ ক্রিকেটারের আড়াই ঘন্টার অনুশীলন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ ক্রিকেটারের আড়াই ঘন্টার অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হল আজ সোমবার থেকে। পাঁচ ক্রিকেটারকে নিয়ে আজ আড়াই ঘন্টার অনুশীলন হয়েছে মিরপুর শের-ই-বাংলায়। অনুশীলনে যোগ দিতে সাত-সকালে হাজির তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, রুবেল ও মুস্তাফিজ।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা শেষে চারদিন বিশ্রামে থাকবেন বিশ্বকাপে ডাক পাওয়া ক্রিকেটাররা। এরপর ২৮ এপ্রিল থেকে শুরু হবে পুরো দলের বিশ্বকাপ প্রস্তুতি। তার আগেই যোগ দেবেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়া দুই ক্রিকেটার নাঈম হাসান ও ইয়াসির আলী।

কথা ছিল, প্রথম দুদিন হবে ফিটনেস এন্ড ট্রেনিং ক্যাম্প। তবে ক্রিকেটাররা নিয়মিত জিম, রানিং ও ফিটনেস ট্রেনিং করায় আজ থেকেই শুরু হয়েছে স্কিল ট্রেনিং।  তামিম যেমন মাঠ থেকে বেরিয়ে যেতে যেতে বলছিলেন,‘সবাই এখন অনেক সিরিয়াস বলে আগে থেকেই ফিটনেস শুরু করেছে।’



সকাল সাড়ে নয়টায় হাল্কা স্ট্রেচিং শেষে অনুশীলনে নেমে পড়েন ক্রিকেটাররা।  সেন্ট্রাল উইকেটে চলে ব্যাটিং অনুশীলন। রুবেল ও মুস্তাফিজ বোলিং করেননি।  তবে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন। মুস্তাফিজ জানালেন, মঙ্গলবার থেকে বোলিং শুরু করতে পারেন।’

নেটে আজ ব্যাটিংয়ে সবথেকে বেশি সময় দিয়েছেন মাহমুদউল্লাহ। সাড়ে দশটায় নেটে যান জাতীয় দলের এ স্পিন অলরাউন্ডার।  পৌনে ১২টা পর্যন্ত একটানা ব্যাটিং করেন ডানহাতি ব্যাটসম্যান। শুরুতে পেসারদের সামলেছেন। এরপর স্পিনারদের খেলেছেন।  এরপর স্পিন ও পেস বোলারদের সামলেছেন একটানা।

অনুশীলনে না এলেও টিম ম্যানেজম্যান্টের সঙ্গে দেখা করে গেছেন সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুই ক্রিকেটারের সঙ্গে হেড কোচ স্টিভ রোডস দীর্ঘক্ষণ আলাপ করেছেন।



দুপুর ১২টায় অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে আসেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। অনুশীলন নিয়ে ওয়ালশ বলেছেন, ‘আজ প্রথম দিনের অনুশীলন হল।  বেশ কয়েকজন প্রতিযোগীতাপূর্ণ ক্রিকেট খেলায় তারা যোগ দিতে পারেনি। ওখানে থাকা অবশ্য ভালো হয়েছে।’

আসন্ন বিশ্বকাপ নিয়ে ওয়ালশ বলেছেন, ‘এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। বিশ্বকাপ অনেক লম্বা টুর্নামেন্ট। ওখানে ভালোমানের ক্রিকেট উইকেট থাকবে। ব্যাটিং-সহায়ক উইকেট থাকার সম্ভাবনা বেশি। আমাদেরকে চতুর হতে হবে এবং সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগাতে হবে।’




রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়