ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অসুস্থতার কারণে পার্টির চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিয়েছেন : কাদের

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসুস্থতার কারণে পার্টির চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিয়েছেন : কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিক অসুস্থতার কারণে পার্টির কাজ-কর্ম করতে পারছেন না। এতে পার্টির সাংগঠনিক কাজ-কর্ম ব্যাহত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পার্টি চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে প্রথম দিন রোববার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও জাতীয় পার্টি চলবে হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনা অনুযায়ী।

তিনি বলেন, পার্টির কাউন্সিল আয়োজন করাটাই এখন আমাদের মূল কাজ। এজন্য সবাইকে অনেক কাজ করতে হবে। সবাইকে মিলে কাউন্সিল সফল করে দলকে শক্তিশালী করতে হবে।

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান তার ক্ষমতাবলে পার্টি পরিচালনায় নির্দেশনা দিয়ে থাকেন। এটা বাংলাদেশের রাজনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। যারা সমালোচনা করেন, তারা সমালোচনার জন্যই নানা কথা বলতে পারেন।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় দলের জ্যেষ্ঠ নেতারা ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছেন বলেও দাবি করেন জি এম কাদের।

শনিবার রাতে সংবাদ সম্মেলন করে এক সাংগঠনিক আদেশে হুসেইন মুহম্মদ এরশাদ তার অবর্তমানে ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, শফিউল্লাহ শফি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কর্নেল সাব্বির আহমেদ, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা এনাম জয়নাল আবেদিন, অ্যডভোকেট আবু তৈয়ব, মো. জাকির হোসেন মৃধা, আনোয়ার হোসেন তোতা প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৯/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়