Breaking News
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩.৯৩
X
ঢাকা, বুধবার, ২ শ্রাবণ ১৪২৬, ১৭ জুলাই ২০১৯
Risingbd
সর্বশেষ:

আমান রেজার বিপরীতে অধরা

রাহাত সাইফুল : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৮-০১-১৩ ৩:৫৫:০৮ পিএম     ||     আপডেট: ২০১৮-০১-১৩ ৩:৫৫:০৮ পিএম
আমান রেজার বিপরীতে অধরা
Voice Control HD Smart LED

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান অনেকদিন পর নতুন সিনেমা নির্মাণ করছেন। গত ১০ জানুয়ারি থেকে বিএফডিসির ৩নং ফ্লোরে ‘নায়ক’ নামের সিনেমার মহরতের মাধ্যমে শুটিং শুরু করেন।

শুটিং শুরুর দিন থেকে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করছেন নবাগত অধরা খান। গতকাল থেকে এতে যুক্ত হয়েছেন চিত্রনায়ক আমান রেজা। তিনিও এ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করছেন বলেন জানা গেছে।

এ প্রসঙ্গে আমান রেজা রাইজিংবিডিকে বলেন, ‘‘গতকাল থেকে ‘নায়ক’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। এ সিনেমায় আমার বিপরীতে অভিনয় করছেন অধরা খান। সিনেমাটির গল্প ভালো লেগেছে। এর আয়োজনও বেশ ভালো। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’’

যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করছেন মৌসুমী, অমিত হাসান প্রমুখ। সিনেমাটির কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিলু।

আমান রেজা এ ছাড়াও বাংলাদেশ ও কলকাতার মোট আটটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি।রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/রাহাত/শান্ত

Walton AC
ইউটিউব সাবস্ক্রাইব করুন
       

Walton AC
Marcel Fridge