ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক : ২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। স্কোয়াডে তাসকিন আহমেদ, ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে রাখা হয়নি ।

২২ জুলাই গায়ানায় হবে প্রথম ওয়ানডে। ২৫ জুলাই একই স্টেডিয়ামে হবে দ্বিতীয় ওয়ানডে। ওয়ার্নার পার্কে ২৮ জুলাই হবে শেষ ওয়ানডে ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১৪ সালে। চার বছর পর আবার তাদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। ১৯৯৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ৭টিতে। ১৯টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচে ফল হয়নি। 

১৬ সদস্যের বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরী রাহী।




রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়