ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাংবাদিক লাঞ্ছিত: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক লাঞ্ছিত: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাতে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। মামলায় ইউপি চেয়ারম্যান সুব্রত কুমারই একমাত্র আসামি।

এ মামলা দায়ের করার পর চাঁদাবাজির অভিযোগ এনে দুই সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন সুব্রত কুমার।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণের বিরুদ্ধে ৯৮টি পরিবার থেকে বিদ্যুৎ লাইনের জন্য মাথাপিছু ৯ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে। যমুনা টেলিভিশনের প্রতিনিধি পার্থ সারথী দাস ও মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব রোববার ভুক্তভোগীদের অভিযোগ সংগ্রহ করেন। এ বিষয়ে সুব্রত কুমারের বক্তব্য নিতে গেলে তিনি ক্যামেরা ফেলে দেন এবং ক্যামেরার স্ট্যান্ড ভাঙচুর করেন। পরে দুই সাংবাদিককে একটি কক্ষে তালা দিয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর পুলিশ তাদের উদ্ধার করে।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/৬ ফেব্রুয়ারি ২০১৭/তানভীর হাসান তানু/বকুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়