ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতীয় নির্বাচনে ই-ভোটিংয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় নির্বাচনে ই-ভোটিংয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

সংসদ প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং প্রবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে সংসদের চতুর্দশ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নূর-ই হাসনা লিলি চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার সময় এ আহ্বান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে একটি উপযুক্ত আইন প্রণয়ন করা হোক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নির্দেশনার আলোকে এখন থেকেই সে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমানে বিরাজমান সব বিধিবিধানের সাথে সংগতি রেখে জনমানুষের ভোটাধিকার সুনিশ্চিতের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং প্রবর্তনের পরিকল্পনাও বিবেচনায় নেওয়া যেতে পারে।’

শেখ হাসিনা বলেন, ‘নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারগণ কিছুক্ষণ আগে শপথ গ্রহণ করেছেন। তাদের সকলকে আমি অভিনন্দন জানাই। প্রথমবারের মতো নির্বাচন কমিশনার হিসেবে একজন নারীকে নিয়োগ প্রদান করায় আমরা আনন্দিত ও গর্বিত।’

তিনি আরো বলেন, ‘আমাদের পবিত্র সংবিধানের প্রতি অনুগত থেকে নতুন নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে দেশবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে বিশ্বাস করি। সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পবিত্র সংবিধানের আলোকে যে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় এখন স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে, সে অবস্থাটি একদিনে তৈরি হয়নি। এর একটি সুদীর্ঘ ইতিহাস আছে। দীর্ঘদিন রাজপথে থেকে আমাদের আন্দোলন করতে হয়েছে। আর এ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম ও সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ,’ বলেন প্রধানমন্ত্রী।


রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়