ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পুলিশের হাতে দুই গণমাধ্যমকর্মীর লাঞ্ছিত হওয়ার অভিযোগ

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের হাতে দুই গণমাধ্যমকর্মীর লাঞ্ছিত হওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনের সময় দুই গণমাধ্যমকর্মী ট্রাফিক পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েদাবাদে জনপথ মোড়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করে বলা হয়েছে, এই দুই গণমাধ্যম র্মী হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক ফখরুল ইসলাম ও ক্যামেরাপার্সন দেলওয়ার হোসেন।

প্রতিবেদক ফখরুল ইসলাম জানান, ট্রাফিক পুলিশের চাঁদা আদায়ের দৃশ্য ধারণ করতে গেলে পুলিশের ওয়ারী জোনের ট্রাফিক সার্জেন্ট নবী ও কনস্টেবল পারভেজ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে তাদের ঠেলা-ধাক্কা দিয়ে পুলিশ বক্সের ভেতরে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত জনতা তাদের উদ্ধার করেন।

এ ব্যাপারে ওয়ারী জোনের ট্রাফিক সার্জেন্ট নবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ওয়ারী জোনের আরেক ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজ বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানিয়েছেন।’



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/নূর/শাহনেওয়াজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়